বিপিএল খেলতে চায় ‘নোয়াখালী রয়্যালস’

0

বৃহত্তর নোয়াখালী অঞ্চলের ক্রিকেটপ্রেমীরা বিপিএলে তাদের প্রতিনিধিত্ব চেয়ে সামাজিক মাধ্যমে বরাবরই সরব ছিলেন। অবশেষে তাদের অপেক্ষা ফুরাতে যাচ্ছে। বিপিএলে ‘নোয়াখালী রয়্যালস’ নামে দল নিতে আবেদন করেছে নতুন একটি ফ্র্যাঞ্চাইজি। যেটির মালিকানায় আছেন শায়ান’স গ্লোবাল নামের একটি প্রতিষ্ঠান। সোমবার দুপুরে মিরপুরে এসে আবেদন করে গেছেন মালিকপক্ষ। মালিকপক্ষের বিশ্বাস সব কিছু ঠিক থাকলে আসন্ন আসরে অংশ নেবেন তারা। সোমবার মিরপুরে লন্ডনপ্রবাসী ব্যবসায়ী আহমেদ জামিল সাংবাদিকদের বলেছেন, ‘আমরা আমাদের দিক থেকে পুরোপুরি প্রস্তুত, যে ডকুমেন্টেশনগুলো লাগে (বিসিবিকে দেওয়ার জন্য), এগুলো আমাদের জানা আছে, আমরা তৈরি করে রেখে দিয়েছি।’