বিপিএলে দল নির্বাচন আগস্টে অক্টোবরে প্লেয়ার্স ড্রাফট

0

স্পোর্টস ডেস্ক

দুই দিন আগে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ঘোষণা দিয়েছিলেন, আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ঘোষণার পরপরই টুর্নামেন্টটি সফলভাবে আয়োজন করতে তোড়জোর শুরু হয়ে গেছে। সব ঠিকঠাক থাকলে ১২তম বিপিএলের প্লেয়ার্স ড্রাফট হবে অক্টোবরে। তার আগে আগস্টে শেষ হবে দল বাছাই প্রক্রিয়া। বুধবার বিসিবি কার্যালয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান মাহবুব আনাম বলেছেন, ‘আমি মনে করি, বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অক্টোবরের আগে হবে না।
যদি আমরা স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির সঙ্গে আয়োজন-ব্যবস্থাপনার কাজ আগস্টের মাঝামাঝি সময়ে শেষ করতে পারি, তবে আগস্টের শেষ নাগাদ ফ্র্যাঞ্চাইজি বাছাইয়ে যেতে পারবো। এরপর যদি সেপ্টেম্বরের মধ্যে সেই প্রক্রিয়া শেষ হয়, তাহলে আমরা অক্টোবরে ড্রাফট আয়োজনের অবস্থায় থাকবো।’ ১১তম আসরের পর পুরানো ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে বিসিবির চুক্তির মেয়াদ শেষ হয়েছে। এই আসরে নতুন করে ৫ বছরের জন্য চুক্তি করা হবে। প্রবাসী বাংলাদেশিরাও এবারের বিপিএলে দল কিনতে পারেন বলে জানিয়েছেন বিসিবি এই পরিচালক। ড্রাফট ও ফ্র্যাঞ্চাইজি ছাড়াও বিপিএল আয়োজনের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে মাঠ। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট- এই তিনটি মাঠে নিয়মিতই বিপিএল হচ্ছে। নতুন করে কোথাও আয়োজন করা যায় কিনা সেই ব্যাপারেও চিন্তা ভাবনা করছে বিসিবি।
তবে বিপিএল আয়োজনের জন্য আইসিসির নির্ধারিত কিছু শর্ত পূরণ করতে হয়; বিশেষ করে প্রোডাকশন সুবিধা, আবাসন ও নিরাপত্তা ব্যবস্থা। বিসিবি আগামী সপ্তাহের মধ্যে মাঠগুলো পর্যবেক্ষণ করবে বলে জানালেন মাহবুব আনাম। ‘খুলনা ও বগুড়ায় আগে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন হয়েছে। বরিশালে সংস্কার কাজ চলছে। যদি বরিশালের কাজ সময়মতো শেষ হয়, তাহলে আমরা হয়তো তিনটি নয়, চার বা পাঁচটি ভেন্যুতেই বিপিএল আয়োজন করতে পারবো।’