বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন চেয়ারম্যান হয়েছেন মাহবুব আনাম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক ঘোষণায় এই তথ্য জানিয়েছে। তিনি ফারুক আহমেদের স্থলাভিষিক্ত হলেন। বৃহস্পতিবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিপিএলের গত আসরে অনেক কিছুই হযবরল অবস্থায় ছিল। ক্রিকেটারদের পারিশ্রমিকসহ নানা কিছুতে এই আসর হয়েছে কলঙ্কিত। ৬ মাস পেরিয়ে গেলেও বেশ কিছু ফ্যাঞ্চাইজি ক্রিকেটারদের পারিশ্রমিক এখনও পরিশোধ করেনি। ওই কমিটির সদস্য সচিব ছিলেন নাজমুল আবেদীন ফাহিম। তিনি তার দায়িত্ব ধরে রেখেছেন। কমিটিতে নতুন সদস্য ফাহিম সিনহা।