বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মেয়র ও কাউন্সিলররা নির্বাচিত

25

বাংলাদেশের ইতিহাসে এই প্রথম আওয়ামী লীগের দলীয় একক প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়ে পৌরসভা নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় পূর্ণ প্যানেল নির্বাচিত হওয়ার রেকর্ড গড়তে যাচ্ছে রাউজান পৌরসভা। দেশে পৌরসভা নির্বাচনে পঞ্চম ধাপে চট্টগ্রামের রাউজান পৌরসভা নির্বাচনে এমন রেকর্ড সৃষ্টি হয়।
গতকাল বৃহস্পতিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে কোনো প্রতিদ্ব›দ্বী না থাকায় মেয়র-কাউন্সিলররা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত হয়ে যান।
জানা গেছে, এবারের রাউজান পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন রাউজান উপজেলা যুবলীগের সভাপতি ও পৌরসভার সদ্য সাবেক প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ। এছাড়াও স্থানীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের দেওয়া দলীয় প্রার্থী হিসেবে বিনাভোটে বেসরকারিভাবে নির্বাচিত কাউন্সিলররা হলেন ১নং ওয়ার্ডে উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও বর্তমান কাউন্সিলর আলমগীর আলী, ২নং ওয়ার্ডে র যুগ্ম সাধারণ সম্পাদক ও সদ্য সাবেক প্যানেল মেয়র বশির উদ্দিন খান, ৩নং ওয়ার্ডে সহ-সভাপতি ও সদ্য সাবেক কাউন্সিলর কাজী মোহাম্মদ ইকবাল, ৪নং ওয়ার্ডে সদ্য সাবেক কাউন্সিলর শওকত হাসান, ৫নং ওয়ার্ডে সাংগঠনিক সম্পাদক ও সদ্য সাবেক কাউন্সিলর জানে আলম জনি, ৬নং ওয়ার্ডে আ’লীগ নেতা ও সদ্য সাবেক কাউন্সিলর অ্যাড. সমীর দাশগুপ্ত, ৭নং ওয়ার্ডে উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও সদ্য সাবেক কাউন্সিলর আজাদ হোসেন, ৮নং ওয়ার্ডে উপজেলা আওয়ামী লীগ নেতা ও সদ্য সাবেক কাউন্সিলর অ্যাড. দিলিপ কুমার চৌধুরী, ৯নং ওয়ার্ডে পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরী।
এছাড়াও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১, ২, ৩নং ওয়ার্ডে মহিলা আওয়ামী লীগ নেত্রী ও সদ্য সাবেক কাউন্সিলর নাছিমা আকতার, ৪, ৫, ৬নং ওয়ার্ডে উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী ও সদ্য সাবেক কাউন্সিলর জেবুন্নেছা ও ৭, ৮, ৯নং সদ্য সাবেক প্যানেল মেয়র জান্নাতুল ফেরদৌস।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জোনায়েদ কবীর সোহাগ বলেন, বৃহস্পতিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে কেউ মনোনয়ন প্রত্যাহার না করায় এবং মনোনয়নপত্র দাখিলকারীদের কোনো প্রতিদ্ব›দ্বী না থাকায় তারা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।