রাউজান প্রতিনিধি
দীর্ঘ কয়েক যুগ পর হাজার হাজার মানুষের যাতায়াতের মাধ্যম সড়ক উন্নীত করতে গিয়ে নানা জটিলতায় পড়তে হয় এলাকাবাসীকে। অবশেষে সেই জটিলতার অবসান হয়ে আলোর মুুখ দেখলো রাউজানের বিনাজুরী ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ জমাদার পুকুর পাড় সড়ক। দীর্ঘ কয়েকযুগ পর সড়কে আরসিসি ঢালাইয়ের মাধ্যমে সড়ক সংস্কার হওয়ায় আনন্দে আত্মহারা ওই এলাকার বাসিন্দারা। সাথে সড়কটি নির্মাণে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী।
সরকারের অর্থায়নে আরসিসি ঢালাইকৃত সড়কটি গতকাল মঙ্গলবার দুপুরে উদ্বোধন করেছেন স্থানীয় বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি’র সভাপতি ইঞ্জিনিয়ার আবু মোহাম্মদ হোসেন চৌধুরী, সিনিয়র সহ সভাপতি নুরুল আমিন চৌধুরী প্রকাশ গুন্নু , সাধারণ সম্পাদক এস.এম মামুন, সহ সভাপতি বাদল বড়–য়া, সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন মোরশেদ চৌধুরী মানিক, সহ সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোজাম্মেল হোসেন চৌধুরী রাসেল, ইউনিয়ন যুবদলের সভাপতি আল মারুফ চৌধুরী, সাধারণ সম্পাদক রিয়াদ চৌধুরী, ছাত্রদল নেতা আবু আবদুল্লাহ ছোটন, স্বেচ্ছাসেবক দল নেতা অলক বিশ্বাশ সুজন, ছাত্রদল নেতা মো. স¤্রাট প্রমুখ।