বিদ্যুৎস্পৃষ্টে রুমায় একজনের মৃত্যু আহত ২

1

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের রুমায় সোলার স্ট্রিট লাইট বসানোর কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবেল নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
গতকাল বৃহস্পতিবার সকালে রুমা সদরের কমপ্লেক্স ভবন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রুবেল বড়–য়া কক্সবাজারের টেকনাফের বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে রুমা কমপ্লেক্স ভবন এলাকায় সড়কের পাশে সোলার স্ট্রিট লাইট স্থাপনের কাজ করছিল কয়েকজন শ্রমিক। এসময় স্ট্রিট লাইট লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে রুবেল বড়ুয়া নামে এক শ্রমিক ঘটনাস্থলেই মারা যায়। এসময় মাহমুদুল্লাহ ও আরশাদ মিয়া নামে আরো দুই শ্রমিক আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহরাওয়ার্দি বলেন, সোলার স্ট্রিট লাইট লাগাতে গিয়ে একজনের মৃত্যু ও ২ জন আহত হয়েছেন। নিহত ও আহতদের উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।