বিদ্যুৎকর্মীদের পিপিই ও করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ

40

 

করোনা ভাইরাস পরিস্থিতিতে চট্টগ্রাম অঞ্চলে অর্থাৎ চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন ও কক্সবাজার হাতিয়া জেলায় সম্মলিত বিদ্যুৎ গ্রাহকগনের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কিছু সংখ্যক কর্মকর্তা-কর্মচারী জীবনের ঝুঁকি নিয়ে সর্বসাধারনের সাথে বিদ্যুৎ সরবরাহ করে আসছে।
অত্র চট্টগ্রাম অঞ্চলে ২৩টি নির্বাহী প্রকৌশলীর দপ্তরের কন্ট্রোল রুমে, উপকেন্দ্রে এবংঅভিযোগ সমাধান কাজে প্রতি দপ্তরে ১০ জন করে কর্মকর্তা-কর্মচারী ২৪ ঘন্টা যথাক্রমে দায়িত্ব পালন করে আসছে। গ্রাহক সেবার কাজে প্রতিনিয়ত চলাচল করতে হচ্ছে। তাহাদের শারিরিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় এনে লায়ন্স ক্লাব অব চিটাগাং ফনিক্স ২৩টি দপ্তরের প্রতি দপ্তরে ১০ জন করে কর্মকর্তা-কর্মচারীগনকে সেবা ২৩০ সেট (পিপিই, মাক্স, হ্যান্ডগ্লাভস, সার্জিক্যাল হেড ও হ্যান্ড সেনিটাইজার) ২৯ মার্চ বিদ্যুৎ কর্মকর্তা-কর্মচারীগণের সাথে হস্তান্তর করেন। এতে সভাপতিত্ব করেন প্রধান প্রকৌশলী শামসুল আলম বিউবো চট্টগ্রাম। এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শেখ ইফতেকার সাইমুল চৌধুরী, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ৩১৫ বি৪ এর কেবিনেট সেক্রেটারী জি.কে. লালা, প্রজেক্ট ডিরেক্টর (প্রধান প্রকৌশলী) লায়ন মকবুল হোসেন (ডিষ্ট্রিক চেয়ারপার্সন), লায়ন মাহাবুবুল ইসলাম (মাহাবুব) (রিজন চেয়ারপার্সন হেডকোয়াটার), আব্দুল্লাহ আল কাদের ( রিজন চেয়ারপার্সন), লায়ন হুমায়ন (রিজন চেয়ারপার্সন) তত্ত্বাবধায়ক প্রকৌশলী অশোক কুমার চৌধুরী, তত্ত¡াবধায়ক প্রকৌশলী কামাল উদ্দিন, এছাড়া লায়ন্স ক্লাব ফনিক্স এর সভাপতি লায়ন হেলাল উদ্দিন, ডাইরেক্টর ইমাম হোসেন, ভাইস প্রেসিডেন্ট-১ মোস্তাফিজুর রহমান, ভাইস প্রেসিডেন্ট-২ লায়ন শহীদুল ইসলাম মৃধা, ক্লাব সেক্রেটারী প্রকৌশলী আ.ফ.ম. জিয়াউদ্দিন, লায়ন প্রকৌশলী শেখ কাউছার মাছুম উপস্থিত ছিলেন।লায়ন্স ক্লাব অব চিটাগাং ফনিক্স এর এ উদ্যোগ সত্যিই প্রশংসার দাবী রাখে। বিজ্ঞপ্তি