ফটিকছড়ি প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়িতে একটি বিদ্যালয়ের জায়গা রক্ষায় সোচ্চার হয়েছে পড়ুয়া শিক্ষার্থীরা। বিদ্যালয়টি হলো উপজেলার সুয়াবিল ইউনিয়নের হাজিরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় । ওই বিদ্যালয়ের জায়গার ওপর দিয়ে সড়ক নির্মাণ কাজের প্রতিবাদে সোচ্চার হয়ে গত বৃহস্পতিবার উদালিয়া-হাজিরখীল সড়কে বিক্ষোভ করেছে এসব শিক্ষার্থীরা। তারা বিদ্যালয়ের জমি রক্ষার জন্য প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে বিদ্যলয়ের খতিয়ানভ‚ক্ত দুইশতক জায়গার ওপর দিয়ে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের সড়ক নির্মাণ কাজে ক্ষোভ প্রকাশ করেন । স্কুলের জায়গা রক্ষার দাবিতে ক্ষুদে শিক্ষার্থীদের এ প্রতিবাদে অংশ নিয়ে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সাখাওয়াত রায়হান, সমাজ সেবক সাহাব উদ্দিন খালেদ, লিয়াকত আলি, শহীদুল আলম প্রমুখ।
বক্তারা বলেন-স্কুলের খতিয়ানভুক্ত জায়গা পরিহার করে পূর্বের রাস্তা দিয়ে সড়কটি উন্নয়ন কাজ না করে রহস্যজনক কারনে স্কুলের জায়গার উপর দিয়ে কাজ চলমান রেখেছে।
অন্যদিকে স্কুল মাঠের বড় একটি অংশ রাস্তার দখলে গেলে খেলার মাঠ ছোট হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা । এতে করে শিক্ষার্থীদের দৈনন্দিন খেলাধুলা, শরীর চর্চা ও মানসিক বিকাশ সাধনে নেতিবাচক প্রভাব পড়বে বলে জানান এলাকাবাসী।
ফটিকছড়ি উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ বলেন, বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত সড়কের ওই স্থানটির কাজ বন্ধ রাখা হবে। ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, প‚র্বের ব্রিক সলিং যে সড়ক দিয়ে গেছে, মূলত সেটির ওপর কার্পেটিং কাজ চলমান। স্কুল কর্তৃপক্ষ বাউন্ডারি ওয়াল নির্মাণ করার প‚র্বেই তাদের জায়গা বুঝে নিলে এ জটিলতা সৃষ্টি হতোনা।