হাটহাজারী প্রতিনিধি
হাটহাজারী বিদেশ ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা সম্পন্ন হয়েছে। ৩০ অক্টোবর উপজেলার মেখল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ব্র্যাক মাইগ্রেশন এন্ড রিইন্টিগ্রেশন সাপোর্ট সেন্টার চট্টগ্রামের উদ্যোগে এবং সুইজারল্যান্ডের আর্থিক সহযোগিতায় কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সম্পূর্ণ প্রজেক্ট এক্টিভিটি তুলে ধরে অভিবাসীদের পুনরেকত্রীকরণ বিষয়ে বিশদ আলোচনা করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম চট্টগ্রাম জেলার ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর হুজ্জাতুল ইসলাম সাঈদ।
এদিকে কর্মশালা পরবর্তী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেখল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রাশেদুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ মোহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি ছিলেন প্রবীণ শিক্ষক জহুর লাল দেবনাথ।
তাছাড়া আমন্ত্রিত অতিথি ছিলেন মুফতি এমরান শিকদার, কল্পতরু কেশবদাশ ব্রক্ষাচারী। স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দ নিজাম উদ্দীনসহ কয়েকজন স্থানীয় জনপ্রতিনিধি।
কর্মশালাটি ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রোগ্রাম ফিল্ড অর্গানাইজার এস. এম. শাহ্ আরমান এবং সাইকোসোস্যাল কাউন্সিলর নুসরাত মাহমুদ রিমকি যৌথভাবে সঞ্চালনায় কর্মশালায় সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ বিশেষ করে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দ, পেশাজীবী শ্রেণি, এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং বিদেশ ফেরত অভিবাসী অংশ নেন।











