বিদেশে পাঠানোর আগে শ্রমিকদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তুলতে হবে

31

বান্দরবানে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে এবং বৈদেশিক ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় এ বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম, বৈদেশিক ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব কাজী কামরুন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক মো শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, পৌর মেয়র মো. ইসলাম বেবী প্রমুখ। অনুষ্ঠানের প্রধান অতিথি পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বিদেশে পাঠানোর আগে শ্রমিকদের কাজের জন্য প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তুলতে হবে। পরে তাকে সংশ্লিষ্ট কাজের জন্য উপযুক্ত কিনা তা যাচাই বাছাই করে তারপর বিদেশে পাঠাতে হবে। তিনি আরো বলেন ,বিদেশ গমেনেচ্ছুক ব্যক্তিদের সঠিকভাবে প্রশিক্ষণ প্রদান করা হলে দেশের শ্রমিকরা বিদেশে গিয়ে সুনাম ও দক্ষতার সাথে কাজ করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে এবং সারা বিশ্বে বাংলাদেশের শ্রমিকদের ছাহিদা ও বৃদ্ধি পাবে।