বিদেশে চিকিৎসায় ১৫ হাজার ডলার নেওয়া যাবে

2

পূর্বদেশ ডেস্ক

বিদেশে চিকিৎসা নিতে যাওয়া ব্যক্তিদের খরচ বেড়ে যাওয়ায় দেশ থেকে প্রধান বৈদেশিক মুদ্রা ডলার নেওয়ার সীমা ৫ হাজার মার্কিন ডলার বাড়ানো হয়েছে। এখন থেকে প্রতিবার চিকিৎসার জন্য ১৫ হাজার ডলার নেওয়া যাবে বলে এক সার্কুলারে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতদিন এ সীমা ছিল ১০ হাজার ডলার।
গতকাল সোমবার এ সংক্রান্ত সার্কুলার সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী পরিচালকদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। খবর বিডিনিউজের।
সার্কুলারে বলা হয়েছে, নতুন অনুমোদিত সীমার মধ্যে গ্রাহক সর্বোচ্চ নগদে নিতে পারবেন ৫ হাজার ডলার। বাকি অর্থ ক্রেডিট, ডেবিট বা প্রিপেইড কার্ডের মাধ্যমে নেওয়া যাবে। বিদেশ ভ্রমণের ক্ষেত্রে আগের নিয়ম বহাল থাকবে বলে সার্কুলারে বলা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, চিকিৎসার জন্য বাইরে ডলার নিয়ে যাওয়ার আবেদন পড়ছে বেশি।
ভারত ছাড়া থাইল্যান্ডসহ আরও অনেক দেশে চিকিৎসা নেওয়ার চাহিদা বেড়েছে। সেসব দেশে চিকিৎসার খরচ বেড়ে যাওয়ার কারণে এই সীমা বাড়ানো হয়েছে।
বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য অবশ্যই ওই দেশের হাসপাতাল কিংবা চিকিৎসক বা বিশেষজ্ঞ পরামর্শকের প্রয়োজনীয় কাগজপত্র দেওয়া লাগবে, যোগ করেন ওই কর্মকর্তা।
সার্কুলারে বলা হয়েছে, চিকিৎসার জন্য ১৫ হাজার ডলারের বেশি দরকার হলে কেন্দ্রীয় ব্যাংকের আলাদা অনুমতি নেওয়া লাগবে।