নিজস্ব প্রতিবেদক
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক দুটি ফ্লাইটে আসা দুই বিদেশফেরত যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ শুল্ক ফাঁকির পণ্য জব্দ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। গতকাল বুধবার সকালে এনএসআই-এর তথ্যের ভিত্তিতে বিমানবন্দর নিরাপত্তা (এভসেক) এবং বিমানবাহিনী টাস্কফোর্স এই অভিযান পরিচালনা করে। অভিযানে ১৯৫ কার্টন বিদেশি সিগারেট, ১০টি স্মার্টফোন এবং ১৪০টি নিষিদ্ধ গৌরী বিউটি ক্রিম জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ১১ লাখ ২ হাজার টাকা। আটক যাত্রীরা হলেন ফটিকছড়ির নিশ্চিন্তপুর এলাকার আহমেদ কবীরের ছেলে মোহাম্মদ আবু নাসের এবং নগরীর চান্দগাঁও থানার বাসিন্দা মিন্টু দেবনাথ।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, প্রথম অভিযানে সকাল ৯টা ২০ মিনিটে মাস্কট থেকে ওভি-৪০১ ফ্লাইটে আসা মোহাম্মদ আবু নাসের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় চ্যালেঞ্জের মুখে পড়েন। তার লাগেজ তল্লাশি করে ১৬০ কার্টন বিদেশি সিগারেট, ১০টি মোবাইল ফোন (৮টি গুগল পিক্সেল ৭ এবং ২টি গুগল পিক্সেল ৬) ও ১৪০টি নিষিদ্ধ গৌরী বিউটি ক্রিম উদ্ধার করা হয়।এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য সাড়ে ৯ লাখ টাকা।
পরবর্তী অভিযানে আবুধাবি থেকে বিজি-১২৮ ফ্লাইটে আসা যাত্রী মিন্টু দেবনাথের কাছ থেকে ৩৫ কার্টন সিগারেট জব্দ করা হয়, যার মূল্য ১ লাখ ২২ হাজার ৫০০ টাকা। দুজন যাত্রীর কাছে থাকা সব পণ্য ব্যাগেজ সীমার অতিরিক্ত হওয়ায় ও নিষিদ্ধ হওয়ায় তা শুল্ক আইনের (ডিপার্চার ম্যানিফেস্ট বা ডিএম) আওতায় আটক করা হয়। অভিযানে শাহ আমানত বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরী এবং এনএসআই-এর সহকারী পরিচালক রেজাউল করিম উপস্থিত ছিলেন।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, উদ্ধারকৃত পণ্যসমূহ বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে এবং যাত্রীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।