হাটহাজারী প্রতিনিধি
নারী কমিশন বাতিলসহ তিনদফা দাবি আদায়ের লক্ষ্যে হাটহাজারীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ২টায় হাটহাজারী ডাক বাংলো চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী পৌরসভার উদ্যোগে উক্ত প্রতিবাদ সমাবেশ এবং সমাবেশ পরবর্তী একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি চট্টগ্রাম-খাগড়াছড়ি-রাঙামাটি মহাসড়কসহ হাটহাজারী পৌরসভা এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সংগঠনের হাটহাজারী পৌরসভা সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম মেহেদি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন, হাটহাজারী উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা ইমরান শিকদার, উপজেলার যুগ্ম সম্পাদক মোরশেদুল আলম ও সহকারী প্রচার সম্পাদক মাওলানা নুরুল আজিম বিনয়ী।
হেফাজতের হাটহাজারী উপজেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ আসাদুল্লাহর সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন নবজাগরণ শিল্পীগোষ্ঠীর পরিচালক মাওলানা আলমগীর বিন কবির, মাওলানা মো. জাকারিয়া, হাফেজ মাওলানা তৌহিদুল ইসলাম, মাওলানা ওবায়দুর রহমান, মাওলানা আবরার মিরাজ চৌধুরী, মাওলানা মিজানুর রহমান, মাওলানা শাহেদুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বিতর্কিত নারী কমিশন অবিলম্বে বাতিল করতে হবে, কারণ এটি ইসলামী মূল্যবোধ ও পারিবারিক কাঠামোর পরিপন্থী। একই সঙ্গে সরকারকে ২০০৬ সালের আইসিটি আইন পুনরায় পূর্ণরূপে বহাল করার দাবি জানান, যেন অনলাইনে ইসলাম ও প্রিয়নবী হযরত মুহাম্মদ (স.) সম্পর্কে কটূক্তি, অপমান ও অপপ্রচারে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যায়। পাশাপাশি রাখাল রাহা সহ সকল শাতিমে রাসূলদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির বিধান প্রণয়ন করতে হবে, যা ইসলামপ্রিয় জনতার দাবির প্রতিফলন।
আমরা শান্তি চাই, শৃঙ্খলা চাই, তবে ঈমান-আকীদার উপর কোনো আপস নয় জানিয়ে বক্তারা আরও বলেন, শাপলা ও জুলাই গণহত্যার দ্রুত বিচার এবং হেফাজতে ইসলামের নেতাকর্মীদের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। বিশ্ববাসীকে ফিলিস্তিন ও ভারতের মুসলমানদের অধিকার রক্ষার্থে এক হয়ে কাজ করার আহবান জানিয়ে বলেন, বিশ্বের মুসলিম নেতাদের নিরবতার কারণে ফিলিস্তিন ও ভারতের মুসলিমদের উপর ইহুদিবাদি ইসরায়েল ও উগ্র হিন্দুত্ববাদী ভারত বছরের পর বছর ধরে গণহত্যা চালিয়ে যাচ্ছে। সমাবেশে বক্তারা অনতিবিলম্বে এই গণহত্যা বন্ধে বিশ্বের মুসলিম নেতাদের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার দাবি জানান।