বিডাব্লিউএবি ও সাজিনাজ হাসপাতালের চুক্তি স্বাক্ষর

2

ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (বিডাব্লিউএবি) চট্টগ্রাম জোন ও সাজিনাজ হাসপাতাল লিমিটেডের মধ্যে চিকিৎসাসেবা প্রদানের চুক্তি স্বাক্ষর হয়েছে। ১০ আগস্ট সকালে সাজিনাজ হাসপাতালে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তি স্বাক্ষর হয়। এতে সভাপতিত্ব করেন সাজিনাজ হাসপাতালের চেয়ারম্যান মো. সফিকুল ইসলাম এবং প্রধান অতিথি ছিলেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম সাহেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ, চট্টগ্রাম জোনের আহব্বায়ক নূর উল আরসাদ চৌধুরী। চুক্তি মোতাবেক এখন থেকে ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশের চট্টগ্রাম জোনের সকল সদস্য ও তাদের পরিবার সাজিনাজ হাসপাতাল লিমিটেড হতে নির্দিষ্ট চিকিৎসা সেবার ওপরে নির্দিষ্ট হারে মূল্যছাড়ে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাজিনাজ হাসপাতালের হেড অব ক্রিটিক্যাল কেয়ার ডা. এস. এম. সরোয়ার কাশেম রাসেল, পরিচালক (এইচ.আর অ্যান্ড বিজনেস ডেভলপমেন্ট) হাসান মাহমুদ চৌধুরী এবং ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশের চট্টগ্রাম জোনের সচিব মো. আনিসুল হক চৌধুরী, ইসি মেম্বার মোহাম্মদ ইউসুফ চৌধুরী, মেম্বার কাজী জশিম উদ্দিন। বিজ্ঞপ্তি