বাংলাদেশ ইনস্টিটিউট অব থিয়েটার আর্টস (বিটা)’র ২৫ বছর পূর্তি উপলক্ষে জিয়া হায়দারের স্মরণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ ও বিটা যৌথভাবে ৫ম বারের মতো আয়োজন করেন জিয়া হায়দার স্মারক বক্তৃতা’র। বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দু’দিনব্যাপী আয়োজনের সমাপনী দিনে অনুষ্ঠিত হয় এই আয়োজন। ‘আমার থিয়েটার ও নারী’ শীর্ষক জিয়া হায়দার স্মারক বক্তৃতা প্রদান করেন ভারতের প্রখ্যাত নাট্যকার ও নির্দেশক ঊষা গাঙ্গুলী। ভারতীয় থিয়েটারের এক উজ্জ্বল নক্ষত্রের নাম ঊষা গাঙ্গুলী। তিনি একাধারে মঞ্চ অভিনেত্রী, নাট্যকার ও নাট্য নির্দেশক। তাঁর জীবনের ৫০ বছরেরও অধিক সময় ধরে ভারতীয় থিয়েটারের উৎকর্ষতার কাজ করেছেন। এছাড়া জিয়া হায়দার প্রসঙ্গে বক্তৃতা প্রদান করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো সেকান্দার চৌধুরী, ঊষা গাঙ্গুলী বিষয়ে বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. কুন্তল বড়–য়া। বিটার সাধারণ সম্পাদক কমল সেন গুপ্তের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, ধন্যবাদ জ্ঞাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চেয়ারম্যান শামীম হাসান। বিজ্ঞপ্তি