বিজয় কাপ হকির সেমিফাইনাল আজ

29

হকি কেন্দ্র আয়োজিত চতুর্থ বিজয় কাপ হকি টুর্নামেন্টের গতকাল দিনের প্রথম ম্যাচে মাদারবাড়ী চ্যালেঞ্জার্স ৩-২ গোলে পদাতিক ক্লাবকে পরাজিত করে। খেলার প্রথমার্ধে ১০মিনিটে পলাশের গোলে এগিয়ে যায় মাদারবাড়ী চ্যালেঞ্জার্স। পাঁচ মিনিট পর পদাতিক জহিরের গোলে ১-১ সমতায় ফিরে। ২৩ মিনিটে সিদ্ধার্থের পাস থেকে পলাশে কানেক্টের মাধ্যমে ২-১ গোলে এগিয়ে যায় মাদারবাড়ী চ্যালেঞ্জার্স। দ্বিতীয়ার্ধে ৩৪ মিনিটে মাদারবাড়ী চ্যালেঞ্জার্সের ইসমাইল ৩-১ ব্যবধান গড়ে দেন। ৩৯ মিনিটে আবারও জহির গোল করে (২-৩) ব্যবধান কমালেও পরাজয় রোধ করতে পারেনি পদাতিক ক্লাব।
ফলে পদাতিক ক্লাব ৩ খেলায় ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসাবে টুর্নামেন্ট সেমিফাইনাল নিশ্চিত করে, এবং ক গ্রুপের মাদারবাড়ী চ্যালঞ্জার্স গ্রুপ রানার্সআপ হয়ে সেমিতে নাম লেখায়।
দিনের অপর ম্যাচে হকি কিংস ৪-৩ গোলে কল্পলোক স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে।
হকি কিংস তিন খেলায় ৯ পয়েন্ট অর্জন করে খ গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করে। অপরদিকে কল্পলোক স্পোর্টিং ক্লাব ৩ খেলা শেষে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়। তবে গ্রুপে গোল গড়ে এগিয়ে থাকায় গ্রুপ রানার্সআপ হিসাবে চট্টগ্রাম ওয়ারিয়র্স সেমিফাইনাল নিশ্চিত করে। আজ প্রথম সেমিফাইনালে পদাতিক ক্লাব বনাম চট্টগ্রাম ওয়ারিয়র্স (২টা), দ্বিতীয় ম্যাচে হকি কিংস বনাম মাদারবাড়ী চ্যালেঞ্জার্স (৩টা)।