বিজয়ের প্রতীক নৌকায় ভোট দিতে মানুষ ভুল করবে না

81

আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিবাচনে মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিমের নৌকা মার্কার সমর্থনে চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ’র উদ্যোগে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে বিরতীহীনভাবে নগরীর ২১নং জামালখান ওয়ার্ডের প্রেস ক্লাব চত্বর থেকে লিচু বাগান, শরীফ কলোনী চেরাগী পাহাড়, মোমিন রোড, হেমসেন লেইন, আসকার দিঘীর পাড় হয়ে ১৫নং বাগমনিরাম ওয়ার্ডের কাজীর দেউরী বাজার, কাজী দেওরী ২নং লেইন, ব্যাটারীগলি, চট্টেশ^রী মোড়, পল্টন রোড হয়ে দামপাড়া জহুর আহমদ চৌধুরীর বাসভবন চত্বরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জননেতা আলহাজ¦ মাহতাব উদ্দিন চৌধুরী, আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ’র সংগ্রামী যুগ্ম আহবায়ক কেবিএম. শাহজাহান, সালাউদ্দিন আহমেদ, নগর সদস্য পংকজ চৌধুরী কংকন, মুহাম্মদ জসিম উদ্দিন, মনোয়ার জাহান মনি, সাধন দাস, পংকজ রায়, আজিজ মিশির, জানে আলম, ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন, মোজাম্মেল হক মানিক, শওকত হোসেন, এম. এইচ মানিক, আইয়ুব চৌধুরী, মোহাম্মদ ফয়সাল, নাছির উদ্দিন রাকিব, সুমন সেন, শাহাদাত হোসেন রনি, গিয়াস উদ্দিন রিফাত, ইসমে আজিম আসিফ, ইকবাল খান রবিন, মনির হোসেন, প্রমুখ নেতৃবৃন্দ। প্রধান অতিথি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, নৌকার প্রতীক বাঙালির বিজয়ের প্রতীক। বিজ্ঞপ্তি