অনন্য মেধা ও অসাধারণ পান্ডিত্যের কারণে প্রফেসর ড. জামাল নজরুল ইসলাম হয়ে উঠেছিলেন ছোট দেশের বড় বিজ্ঞানী। বিনয়, নীতি, মূল্যবোধ সর্বোপরি সৃষ্টি এবং কর্মের মধ্যেই বেঁচে থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভৌতবিজ্ঞানী জামাল নজরুল ইসলাম। গাণিতিক পদার্থবিজ্ঞান এবং জ্যোতির্বিদ্যার খ্যাতিমান এই বিজ্ঞানী সমগ্র বিশ্বের বিজ্ঞান মহলে আলোকবর্তিকা।
আলোকিত জাতি-সুশীল সমাজ বাস্তবায়ন পর্ষদ (আজসুবাপ)’র উদ্যোগে বিশ্বনন্দিত বিজ্ঞানী প্রফেসর ড. জামাল নজরুল ইসলামের ১২তম মৃত্যুবার্ষিকী এবং মহান স্বাধীনতা পদক ২০২৫ অর্জন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থনীতিবিদ প্রফেসর মু. সিকান্দার খান উপরোক্ত বক্তব্য রাখেন। আজসুবাপ’র সভাপতি এস এম সিরাজুদ্দৌলা’র সভাপতিত্বে চট্টগ্রামের নাসিরাবাদস্থ আজসুবাপ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী গোলাপ রহমান। ইতিহাসবেত্তা সোহেল মো. ফখরুদ-দীন’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু, বাণিজ্যিক রাজধানী বাস্তবায়ন পর্ষদ’র সহ সভাপতি জিয়াউদ্দিন খালেদ চৌধুরী, বিজ্ঞান গবেষক অধ্যাপক ড. নূকম আকবর হোসেন, মানবাধিকার সংগঠক জেসমিন সুলতানা পারু, প্রাক্তন এডিশনাল এসপি মোহাম্মদ ফরিদ, সমাজসেবী রাশেদুল ইসলাম তালুকদার, বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রামের প্রাক্তন ডিজিএম একরাম হোসেন, সমাজকর্মী মুহাম্মদ মহসীন চৌধুরী, সংগঠক চৌধুরী কে এন এম রিয়াদ, প্রাবন্ধিক নেছার আহমেদ খান, মোহাম্মদ জিয়াউল হক খোন্দকার, লায়ন ওবাইদুর রহমান, এড. এস এম ইমরান খান প্রমুখ। বিজ্ঞপ্তি