আহরণের সাবেক প্রধান পৃষ্ঠপোষক বিজ্ঞানী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস ড. জামাল নজরুল ইসলামের দ্বাদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৬ মার্চ বিকেলে অনলাইনে আহরণ পাঠক সভা আয়োজন করা হয়। পাঠক সভায় সভাপতিত্ব করেন আহরণের প্রবীণ উদ্যোক্তা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষক সুলতান সালাহউদ্দিন কাদের এবং প্রধান অতিথি ছিলেন চুয়েট, রুয়েট ও ইউএসটিসি’র সাবেক উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। পাঠক সভা সঞ্চালনা করে ৭ম শ্রেণির ছাত্র আহরণ পাঠক আকীদ ইকবাল হক। আহরণ প্রসঙ্গ, আহরণ শব্দের অর্থ, আহরণ ঘোষণাপত্র এবং জামাল নজরুলের জীবন ও কর্ম বিষয়ে বক্তব্য দেন ফাইরুজ নাওয়ার, ইরফান উদ্দিন মজুমদার, ফিদা নুজহাত হুদা ও আকীদ ইকবাল হক। ইসমত আরা জাহান মেঘলা জামাল স্যারের সাথে শৈশব স্মৃতি উপস্থাপন করে। পাঠক সভায় প্রধান বক্তা ছিলেন জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রের সাবেক পরিচালক ইউজিসি প্রফেসর ড. মো. আবুল মনসুর চৌধুরী। বক্তব্য দেন পি.এইচ.ডি ডিগ্রীপ্রাপ্তদের মধ্যে পদার্থ বিদ্যা বিভাগ, চ.বি. এর চেয়ারম্যান প্রফেসর ড. রফিকুল ইসলাম; আর.সি.এম.পি.এস. এর সাবেক প্রফেসর ড. কামরুল ইসলাম; চ.বি. গণিত বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মো. আশরাফুল ইসলাম; চ.বি. পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. সোমা চৌধুরী বিশ্বাস। পাঠক সভার হোস্ট হিসেবে ভূমিকা নেন আই.ইউ.সির প্রফেসর ড. আসিফ ইকবাল এবং সভা প্রযোজনা করেন আহরণের নির্বাহী উদ্যোক্তা চৌধুরী আহসানুল করিম। বিজ্ঞপ্তি