জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জাতির পিতা বঙ্গবন্ধ’ুর জন্মশত বার্ষিকী উদ্যাপন কমিটির এক সভা উদ্যাপন কমিটির চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর এ.এন.এম ইউসুফ চৌধুরী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর রনজিত কুমার দে, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. নারায়ণ বৈদ্য, ফার্মেসী বিভাগের প্রফেসর ড. হযরত আলী মিয়া , জন্মশত বার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব ও বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর রেজিস্ট্রার এ.এফ.এম. আখতারুজ্জামান কায়সার, ব্যবসায় প্রশাসন অনুষদের কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক ড. মোঃ সরওয়ার উদ্দীন, ইংরেজী বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক খালেদ বিন চৌধুরী, আইন বিভাগের চেয়ারম্যান নাজনীন আক্তার, ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অনিন্দ্য কুমার নাথ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালাহউদ্দীন চৌধুরী, সহকারী রেজিস্ট্রার অজয় মজুমদার । সভায় আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী “মুজিববর্ষ” উদযাপনের অংশ হিসেবে র্যালী, বঙ্গবন্ধু ম্যুারালে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। তাছাড়া সভায় বছরব্যাপী বিভিন্ন কর্মসূচী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। বিজ্ঞপ্তি