বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর বিজনেস স্টুডেন্ট সোসাইটি (বিএসএস) এর ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর রনজিৎ কুমার দে-এর সভাপতিত্বে গত ১৩ ফেব্রæয়ারি বিজিসি বিদ্যানগরস্থ বঙ্গবন্ধু ফ্রিডম স্কোয়ারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দীন চৌধুরী, অনুষ্ঠানের উদ্বোধন করেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ.এফ.এম. আখতারুজ্জামান কায়সার, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আ.ন.ম ইউসুফ চৌধুরী, সহযোগী অধ্যাপক রানা করণ, বিবিএ কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক ড. মোঃ সরওয়ার উদ্দিন, এমবিএ কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক মোঃ কামাল উদ্দীন, বিএসএস এর সদস্য বিশু বিশ্বাস।
প্রধান অতিথি প্রফেসর ড. ইফতেখার উদ্দীন চৌধুরী বলেন, পাবলিক বা প্রাইভেট বিশ্ববিদ্যলয় বড় কথা নয়। তুমি নিজেকে কতটুকু তৈরি করতে পেরেছ সেটাই বড় কথা। তথ্য প্রযুক্তির এই যুগে শিক্ষা গ্রহণের বিভিন্ন উপকরণ যত সহজে পাওয়া যায় তা আমাদের সময় এত সহজলভ্য ছিলনা। তাই তথ্য প্রযুক্তির এই সুযোগকে সঠিকভাবে কাজে লাগিয়ে বিশ্বায়নের এই যুগে প্রতিযোগিতাশীল বিশ্বে তোমরা নিজেদের তৈরী করো। তথ্য প্রযুক্তির নেতিবাচক দিকগুলো বর্জন করে ইতিবাচক দিকগুলোর সঠিক ব্যবহার করো। তোমাদের সাফল্যেই পরিপূর্ণতা পাবে একজন বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আফছার উদ্দিন আহমদের মায়ের নামে প্রতিষ্ঠিত এই বিজিসি ট্রাস্ট। তিনি আরো বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযোদ্ধের চেতনায় স্বনির্ভর বাংলাদেশ গড়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। উদ্বোধকের বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী বলেন ‘‘সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এই দেশকে এগিয়ে নিতে হবে’’। বিজনেস স্টুডেন্ট সোসাইটির সদস্য তথা এই বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থীরা উচ্চতর শিক্ষা গ্রহনের মাধ্যমে নিজেদের উজ্বল ভবিষ্যৎ রচনা করে দেশ গঠনে গুরুত্বপূর্ণ রাখবে বলে আমি আশা করি। এমরান আহমদ, তামিন ও সুনয়না বড়ুয়া স্বর্ণা এর সঞ্চালনায় দ্বিতীয় পর্বে বিজনেস স্টুডেন্ট সোসাইটির সদস্যরা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ব্যান্ডদল তীরন্দাজ সংগীত পরিবেশন করেন। বিজ্ঞপ্তি