বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগের ক্রীড়া

1

বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ফেব্রæয়ারি) বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসির সিলমীর সভাপতিত্বে ও অনুষ্ঠানের আহবায়ক বিভাগের প্রভাষক সরওয়ার কামালের পরিচালনায় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা ও যোগাযোগ বিভাগের অধ্যাপক মোহাম্মদ মোরশেদুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এস এম শোয়েভ, বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল স্পোর্টস ক্লাবের প্রধান উপদেষ্টা সৌমেন চক্রবর্তী, ডেপুটি রেজিস্ট্রার সালাউদ্দিন শাহরিয়ার প্রমুখ। ক্রীড়া প্রতিযোগিতায় ক্রিকেট, ফুটবলসহ কয়েকটি বিভাগে ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক আয়োজন করা হয়। দলসমুহের ব্যবস্থাপকের দায়িত্ব পালন করেন বিভাগের প্রভাষক মোহাম্মদ নকিব, মোহাম্মদ নঈম উদ্দীন এবং তাসনুভা তাহসীন।