বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর আইন বিভাগের লিগাম স্পোর্টস ফোরাম এর উদ্যোগে আয়োজিত বার্ষিক বহিঃ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান বিভাগের চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম আওরঙ্গজেব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ডীন ও বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর আইন বিভাগের উপদেষ্টা প্রফেসর এ.বি.এম আবু নোমান, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এস.এম শোয়েভ।
আইন বিভাগের শিক্ষক ও ক্রীড়া বিভাগের উপদেষ্টা মোঃ রিদোয়ানুল হক এর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর সেন্ট্রাল স্পোর্টস ক্লাবের প্রধান উপদেষ্টা, এমবিএ কো-অর্ডিনেটর সৌমেন চক্রবর্তী, বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ার, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও ইংরেজীর বিভাগের শিক্ষক রাহুল সরকার, আইন বিভাগের শিক্ষক তৌহিদুল ইসলাম জিহাদী, নাইমা আকতার প্রমূখ। বিভাগের বিভিন্ন সেমিষ্টার এর ৮টি দল এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহন করে।