বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট প্রোগ্রামের নবীন বরণ

2

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর এমবিএ, এমএ ইন ইংলিশ ল্যাংগুয়েজ এন্ড লিটারেচর ও এমএসসি ইন সিএসসি গ্র্যাজুয়েট প্রোগ্রাম এর নবীন বরণ অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার ড. এস.এম শোয়েভ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম আওরঙ্গজেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. সালাাহউদ্দিন চৌধুরী, ইংরেজী বিভাগের চেয়ারম্যান মো. আজিম উদ্দিন ও এমবিএ কো-অর্ডিনেটর সৌমেন চক্রবর্তী। ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক নওরিন আফরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে নবাগত ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন প্রিয়াংকা বড়ুয়া প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এএফএম আওরঙ্গজেব বলেন, বর্তমান বিশ্ব প্রতিযোগিতাশীল বিশ্ব, তাই প্রত্যেকটি ক্ষেত্রে আপনাকে প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে। দক্ষ জনশক্তি একটি দেশের উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করছে। কিন্তু বর্তমান পৃথিবীর উন্নয়নে সবচেয়ে বড় প্রয়োজন শিক্ষিত মানব সম্পদ। উচ্চতর শিক্ষা গ্রহনের মাধ্যমে নিজেকে একজন দক্ষ মানব সম্পদ কর্মী হিসেবে আপনাকে ভবিষ্যৎ কর্মক্ষেত্রের দিক নির্দেশনা ঠিক করতে হবে। আমাদের সকলের পরিবার, সমাজ এব রাষ্ট্রের প্রতি রয়েছে দায়বদ্ধতা সে দায়বদ্ধতা পূরণে সবাইকে হতে হবে একজন মানবিক মানুষ। আমরা সকলে যদি নিজ নিজ অবস্থান থেকে দেশ গড়ার কাজে নিয়োজিত থাকি তাহলে অবশ্যই আমরা শোষনমুক্ত ও বৈষম্যহীন একটি নতুন ও উন্নত বাংলাদেশ তৈরি করতে পারবো। বিজ্ঞপ্তি