বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর আইন বিভাগের কনসিলিয়াম ফর স্কীল ডেভেলপমেন্ট ক্লাবের উদ্যোগে লিগ্যাল ডিবেটিং ওয়ার্কশপ আইন বিভাগের চেয়ারম্যান মো. আবদুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. এএফএম আওরঙ্গজেব।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ডীন প্রফেসর এবিএম আবু নোমান, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার ড. এসএম শোয়েভ। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এএফএম আওরঙ্গজেব বলেন, আইন পেশা মানব সেবার জন্য একটি মহৎ পেশা। আইনের সেবক হিসেবে একজন আইনজীবি আদালতে যুক্তির উপস্থাপননের মাধ্যমে অবশ্যই ন্যায় বিচার পেতে সহযোগিতা করে। কিন্তু আদালতে তার উপস্থাপিত বক্তব্য গুলোর শুধু যুক্তি থাকলেই হবে না থাকতে হবে তার আইনগত ভিত্তি। ছাত্র-ছাত্রীদের দক্ষ আইনজীবি হিসেবে গড়ের তোলার জন্য এই আয়োজনের জন্য আমি আইন বিভাগ এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। আইন বিভাগের শিক্ষক ফারহাত ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন আনুষ্ঠানের আহব্বায়ক আইন বিভাগের শিক্ষক আসমা আল আমিন,ওয়ার্কশপে ফ্যাসিলেটর হিসেবে বিভিন্ন সেশন পরিচালনা করেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসির সিলমী ও আইন বিভাগের শিক্ষক মো. রিদোয়ানুল হক। কর্মশালা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিয়ে একটি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি