বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির বার্ষিক ক্রীড়ার উদ্বোধন

1

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২৫ ফেব্রুয়ারী, ২০২৫ বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার ইন-চার্জ ড. এস.এম শোয়েভ এর সভাপতিত্তে¡ সপ্তাহব্যাপী এই ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম আওরঙ্গজেব। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ইনচার্জ ও পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. হযরত আলী মিয়া। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ার এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর স্পোর্ট্স ক্লাবের উপদেষ্টা ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক সৌমেন চক্রবর্তী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. সরোয়ার উদ্দিন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মোঃ সালাহউদ্দিন চৌধুরী, ফার্মেসী বিভাগের চেয়ারম্যান জাহেদ বিন রহিম, ইংরেজী বিভাগের চেয়ারম্যান মোঃ আজিম উদ্দিন, জার্নালিজম এন্ড মিডিয়া ষ্টাডিজ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসির সিলমী, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ সিরাজ মিয়া ও বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল স্পোর্টস ক্লাবের উপদেষ্টাগণ উপস্থিত ছিলেন।