বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ও এলাইড কম্পিউটার ষ্ট্রিম (এসিএস) ক্লাবের সহযোগিতায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মোঃ সালাহউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সমাপনী দিনে প্রধান অতিথি থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম. আওরঙ্গজেব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এস.এম শোয়েভ। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক মেজবাহ উদ্দিন ইমরান ও তিশা সাহা এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ার, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক মোঃ নুরুল আবসার, মোঃ মঞ্জুর আলম, আব্দুল ওয়াহাব, মোঃ আসাদুজ্জামান, মিস রিজোয়ানা হক, তানজি আহমেদ চৌধুরী প্রমুখ। বিভাগের বিভিন্ন সেমিষ্টার এর ১৪টি দল এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।