বিজিবির ডগ স্কোয়াড টেকনাফে চোলাই মদসহ আটক ২

1

বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) টেকনাফ ব্যাটালিয়নের ডগ স্কোয়াডের সদস্য ‘মেঘলা’র সহায়তায় দেশীয় চোলাই মদসহ দুইজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে টেকনাফ ব্যাটালিয়ন- ২ এর আওতাধীন দমদমিয়া চেকপোস্ট থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান। আটকরা হলেন মো. আবুল হাশেম (৩৬) ও মো. কালা মিয়া (৩২)। দুইজনই টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের বাসিন্দা। খবর বিডিনিউজের
লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, বিকালে দমদমিয়া চেকপোস্টে কর্তব্যরত সদস্যরা হোয়াইক্যং থেকে টেকনাফগামী একটি ইজিবাইককে তল্লাশির জন্য থামায়। এ সময় নারকোটিক্স ডগ ‘মেঘলা’ যাত্রীর শরীর ও বাইকে মাদকের উপস্থিতির ইঙ্গিত দেয়। মাদক শনাক্তকরণে দক্ষ কে-নাইন ডগ মেঘলার অব্যাহত সংকেত ও যাত্রীদের অস্বাভাবিক আচরণ দেখে বিজিবি সদস্যরা ইজিবাইকে তল্লাশি চালায়। পরে ইজিবাইকের পিছনের সিটের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ২০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয় এবং মদ বহনকারী ও ইজিবাইকের চালককে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। জব্দকৃত মদ, ইজি বাইক ও আসামিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তরও প্রক্রিয়াধীন বলে জানান এই বিজিবি কর্মকর্তা।