আনন্দ-উল্লাসে চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি (সিবিইউএফটি)’তে আয়োজিত হলো জমজমাট ক্রীড়া সপ্তাহ ২০২৪। উৎসাহ-উদ্দীপনাময় এই আয়োজনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবের রূপ নেয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। রবিবার (২৭ অক্টোবর) সমাপনী দিবস উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিবিইউএফটি’র ট্রেজারার প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তী।
বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণকালে প্রধান অতিথি বিজয়ীদের ধন্যবাদ জানিয়ে এ ধরনের ইভেন্ট নিয়মিত আয়োজনের উপর গুরুত্বারোপ করেন। সিবিইউএফটি স্পোর্টস ক্লাবের উপদেষ্টা ও সিবিইউএফটি’র ডিন মো. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যলয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা। বিজ্ঞপ্তি