বিজয় স্মরণী ডিগ্রী কলেজ গভর্নিং বডির সভাপতি আসলাম চৌধুরী

2

সীতাকুন্ড প্রতিনিধি

সীতাকুন্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নে অবস্থিত বিজয় স্মরণী ডিগ্রী কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক আসলাম চৌধুরী এফসিএ। গতকাল সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলরের অনুমোদনক্রমে ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিকী সরকার কর্তৃক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, আগামি ছয় মাস এই কমিটি দায়িত্ব পালন করবে। এই ছয় মাসের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠনের কার্যক্রম সম্পন্ন করতে হবে। এডহক কমিটির বিদ্যুৎসাহী সদস্য হলেন অধ্যাপক নুরুল কুদ্দুস চৌধুরী। এছাড়াও সীতাকুÐ ডিগ্রি কলেজের এডহক কমিটির সদস্য মনোনীত হয়েছেন মো. বখতিয়ার উদ্দিন। এসব বিষয়ে জানতে চাইলে অধ্যাপক আসলাম চৌধুরীর ব্যক্তিগত সহকারী মঞ্জুরুল ইসলাম বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শকের স্বাক্ষরিত আদেশে অধ্যাপক আসলাম চৌধুরী স্যারকে সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
জানা গেছে, আসলাম চৌধুরী বিসিএস শিক্ষা ক্যাডারে বসুরহাট কবিরহাট সরকারি কলেজে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি দুই বছর শিক্ষকতা পেশায় ছিলেন। পরে বিএনপির রাজনীতিতে যোগদান করেন। এদিকে সভাপতি নির্বাচিত হওয়ার খবরে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অধ্যাপক আসলাম চৌধুরীকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ ফেসবুকে স্ট্যাটাসসহ তাঁর বাসভবনে গিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।