পূর্বদেশ ডেস্ক
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘স্বাভাবিক রয়েছে’ মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিজয় দিবস ঘিরে নিরাপত্তা নিয়ে কোনো ধরনের ঝুঁকি তিনি দেখছেন না। গতকাল সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন বিজয় দিবস উপলক্ষে নিরাপত্তা বিষয়ক সভা শেষে কথা বলছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, বিজয় দিবস যেন ভালোভাবে পালন করতে পারি এবং কোনো দুর্ঘটনা না ঘটে এজন্যই আজকের এ সভা। ১৬ ডিসেম্বর ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো সমস্যা হবে না। ট্রাফিক নিয়ে একটা কনসার্ন থাকে। খবর বিডিনিউজের।
জাহাঙ্গীর আলম বলেছেন, ১৬ ডিসেম্বের যারা সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যাবে, তাদের যাতায়াতে সুবিধা দেওয়ার জন্য যানজট নিরসনে ট্রাফিক পুলিশ কাজ করবে।
১৬ ডিসেম্বরে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো নিরাপত্তা ঝুঁকি রয়েছে কী না প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ১৬ ডিসেম্বর সবার জন্য। এ বিজয় দিবস ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বিজয় দিবসে জাতীয় পতাকা উত্তোলন নিয়ে জাহাঙ্গীর আলম বলেন, দেখা যায় যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রঙের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এবারে সব জায়গায় যেন একই রংয়ের পতাকা উত্তোলন করা হয় সে বিষয়টি দেখা হবে।