হকি কেন্দ্রের চলতি মৌসুমের সর্বশেষ আয়োজন বিজয় কাপ হকি টুর্নামেন্টের দশম আসর শুরু ডিসেম্বর তৃতীয় সপ্তাহে। এবারের আয়োজনে ছয়টি দল যাথাক্রমে বর্তমান চ্যাম্পিয়ন পদাতিক, কেপিডিএল স্পোটিং ক্লাব, এস,এম,ফ্লিট, তমাল চৌধুরী স্মৃতি একাদশ, জামাল উদ্দীন চৌধুরী স্মৃতি সংঘ, এ.এফ নাইট রাইডার্স অংশগ্রহন করছে। এদিকে চট্টগ্রামে প্রথমবারের মতো প্লেয়ার ড্রাফট আয়োজন করছে হকি কেন্দ্র। আজ সন্ধা ৬টায় চসিক মিউনিসিপ্যাল স্কুল মিলনায়তনে অনুষ্ঠিতব্য প্লেয়ার ড্রাফটে অংশগ্রহণকারী দলগুলো তাদের পছন্দের খেলোয়াড় নিয়ে স্ব স্ব দল গঠন করবে। চট্টগ্রামের হকি খেলোয়াড়দের অত্যন্ত আকর্ষণীয় এই টুর্নামেন্ট দিয়ে চলতি বছরের হকি মৌসুম শেষ করছে হকি কেন্দ্র। প্রশিক্ষণ পরিকল্পনায় তরুন প্রতিভাধর হকি খেলোয়াড় সৃষ্টির লক্ষে কাজ করার পাশাপাশি স্কুল হকি লীগসহ বিভিন্ন প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে চট্টগ্রামের হকি কে এগিয়ে নেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।