সন্দ্বীপ প্রতিনিধি
ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে সৃষ্ট নিম্নচাপে সাগর অতি উত্তাল হয়ে ওঠায় গত বৃহস্পতিবার সকাল থেকে চট্টগ্রামের উপকূলীয় দ্বীপ উপজেলা সন্দ্বীপের সাথে সব ধরনের নৌ-যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সকাল থেকে থেমে থেমে দমকা হাওয়া ও বৃষ্টিপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে দ্বীপের মানুষের জনজীবন। এ সময় ৪০-৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়ায় দ্বীপের বিভিন্ন এলাকায় গাছপালা উপড়ে পড়ে এবং কয়েকটি স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে বৃহস্পতিবার দুপুর থেকে পুরো দ্বীপজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।
তবে বিদ্যুৎ বিভাগের প্রচেষ্টায় গতকাল শুক্রবার কিছু সময়ের জন্য কয়েকটি স্থানে বিদ্যুৎ সরবরাহ করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় উঁচু জোয়ারের পানি ঢুকে দীর্ঘাপাড় ইউনিয়নের নিচু এলাকাগুলো প্লাবিত হয়। একইদিন বিকেলে বিচ্ছিন্ন দ্বীপ ইউনিয়ন উরিরচরের ৪ নম্বর ওয়ার্ডে লোনা বেড়ি বাঁধটি ভেঙে যাওয়ায় সংলগ্ন এলাকার ঘরবাড়ি পানিতে তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। তবে গতকাল শুক্রবার বিকালের জোয়ারে পানির তান্ডব কিছুটা কম ছিল বলে জানা গেছে।
এদিকে সন্দ্বীপ চ্যানেলে জোয়ারের তান্ডবে সন্দ্বীপ থেকে বাঁশবাড়িয়া ফেরি ঘাটের বাঁশবাড়িয়া প্রান্তের ফেরী সংযোগ সড়কটির বিভিন্ন অংশ ধ্বসে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল শুক্রবার বিকালে বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য মিজানুর রহমান মিল্টন ভ‚ঁইয়া, সাংবাদিক সালেহ নোমানসহ সড়ক অবকাঠামো উন্নয়নে কর্মরত সেনাবাহিনীর কর্মকর্তারা ফেরী সড়কের ক্ষতিগ্রস্ত স্পটসমূহ পরিদর্শন করেন।
যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় চট্টগ্রাম জেলা শহর কেন্দ্রে আজ শনিবার অনুষ্ঠেয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষায় সন্দ্বীপে বসবাসকারী অসংখ্য শিক্ষার্থীর অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। তবে বৃহস্পতিবার বিকেলে কিছু পরীক্ষার্থী নিয়ে স্পেশাল দু’টি বোট নিরাপদে কুমিরা ঘাটে যেতে পেরেছে বলে জানা গেছে।
এদিকে বিরূপ আবহাওয়ার কারনে শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী পালনের সকল কর্মসূচি স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সন্দ্বীপ উপজেলা শাখা।
আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে আগামি ২৪ ঘণ্টায় দ্বীপ এলাকায় আরও তীব্র ঝড়ো হাওয়া ও প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং জনগণকে সতর্ক থাকার আহবান জানিয়েছে।