বিচার চেয়ে জেলায় জেলায় বিক্ষোভ

1

সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে কারাগারে নেওয়ার সময় চট্টগ্রামে আদালত এলাকায় সংঘর্ষকে কেন্দ্র করে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার দাবিতে বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছেন আইনজীবীরা। গতকাল বুধবার সকাল থেকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামসহ সাধারণ আইনজীবীরা এই হত্যার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছেন। এ সময় তারা, এই হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং ন্যায়বিচার দাবি করেন। খবর বিডিনিউজের।
মঙ্গলবার বিকালে জেলা প্রশাসক কার্যালয়
আদালতের প্রবেশ সড়কে ‘হামলার শিকার’ হয়ে নিহত হন ওই আইনজীবী সাইফুল ইসলাম আলিফ (৩৫) ।
বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন-

চুয়াডাঙ্গা : সাইফুল ইসলাম আলিফ হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চুয়াডাঙ্গায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বিক্ষোভ সমাবেশ করেছে। সকালে জেলা আইনজীবী সমিতি চত্বরে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি শামিম রেজা ডালিম।
এ সময় বক্তারা বলেন, আলিফ হত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কোনোক্রমেই হত্যাকারীদের ছাড় দেওয়া হবে না। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো গাফিলতি করলে তাদের বিরুদ্ধেও মাঠে নামতে হবে। কোনো আপস নয়, হত্যার বদলে ফাঁসি চাই।
বক্তৃতা করেন চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা আ স ম আব্দুর রউফ, মইনুল হোসেন, ওয়াহেদুজ্জামান বুলা, জালাল উদ্দিন।

পঞ্চগড় : সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার চেয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন পঞ্চগড়ের আইনজীবীরা। দুপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে মিছিলটি জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য দেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মির্জা নাজমুল ইসলাম কাজল, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছিনুল করিম দুলাল।

রাজশাহী : সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। সকাল ১০টায় রাজশাহী বার সমিতির কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক জমসেদ আলী, সাবেক সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহেদী।