বিকেএসপি কাপ এ্যাথলেটিক্সে চট্টগ্রাম বিভাগের চার পদক

1

‘তারুণ্যের উৎসবে বিকেএসপি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা সাভারে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্টান (বিকেএসপি) দুই দিনব্যাপি ৬ষ্ঠ বিকেএসপি কাপ আন্তর্জাতিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৫ আয়োজন করা হয়। প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগের বাকি বিল্লাহ ১৪.১৪ মিটার লাফিয়ে ট্রিপল জাম্পে বৌপ্য এবং লং জাম্পে ৬.৫০ মিটার লাফিয় তাম্র পদক জয় করেন। ১০০মিটার স্প্রিন্টে ১১.০৪ সেকেন্ড সময় নিয়ে আলিম হোসেন মারুফ তাম্র পদক লাভ করেন। ৪ী১০০ মিটার রিলে প্রতিযোগিতায় মো. আরিফ, মারুফ, বাকি বিল্লাহ, কামরুল হাসান রৌপ্য পদক লাভ করেন।
গত ২৮ জানুয়ারী বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের প্রেসিডেন্ট মেজর জেনারেল (অব.) ড. মো. নাঈম আশফাক চৌধুরী প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলামসহ ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ। প্রতিযোগিতায় বিকেএসপি ছাড়াও দেশের সকল বিভাগীয় দল ও নেপাল দল অংশগ্রহণ করে।
চট্টগ্রাম বিভাগীয় দলের ম্যানেজার কাম কোচের দায়িত্ব পালন করেন সাবেক জাতীয় এ্যাথলেট, সাংবাদিক এম. সরওয়ারুল আলম সোহেল।