বিকেএসপি’র প্রতিভাবান খেলোয়াড় বাছাই অংশগ্রহণকারীদের জ্ঞাতার্থে

1

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) দেশের ক্রীড়ার মান উন্নয়নের লক্ষ্যে সকল জেলা থেকে তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ কার্যক্রমের মাধ্যমে ক্রীড়া মেধা বাছাই করার ব্যবস্থা গ্রহণ করেছে। বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে বুনিয়াদী প্রশিক্ষণ শেষে প্রকৃত মেধাসম্পন্ন ক্রীড়াবিদদের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের জন্য বিকেএসপিতে ভর্তির সুযোগ দেয়া হবে। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (এম.এ আজিজ স্টেডিয়াম) এ নি¤েœ বর্ণিত তারিখে আর্চারী, এ্যাথলেটিক্স, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, হকি, জুডো, কারাতে, শ্যূটিং, তায়কোয়ানডো, ভলিবল, উশু, স্কোয়াশ, কাবাডি, ভারোত্তলন ও ব্যাডমিন্টন খেলায় ১০-১৩ বৎসর এবং বক্সিং, জিমন্যাস্টিক্স, সাঁতার, টেবিল টেনিস, টেনিস খেলায় অনূর্ধ্ব ৮-১২ বৎসর বয়সী ছেলে এবং মেয়ে (বক্সিং ব্যতীত) খেলোয়াড় বাছাই করা হবে। আগামী ২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, সকাল ৯.০০টা হতে বিকাল ৪.০০টা পর্যন্ত চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (এম.এ আজিজ স্টেডিয়াম) এ বাছাই প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। এতে আগ্রহী চট্টগ্রাম জেলার বিভিন্ন স্কুল/মাদ্রাসা ও ক্লাব সহ সংশ্লিষ্ট এলাকা বা প্রতিষ্ঠানের প্রতিভাবান খেলোয়াড়দের উল্লেখিত তারিখ ও স্থানে সকাল ৯.০০ টায় ২ কপি পাসপোর্ট সাইজের ছবিসহ উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে। উল্লেখ্য যে, প্রতিটি ক্রীড়া বিভাগের জন্য ৫০/- (পঞ্চাশ) টাকা হারে আবেদন ফি অনলাইনে পরিশোধ করতে হবে। অনলাইন তথ্যের জন্য যোগাযোগ :- ০১৬৭২-০৯৩৩৪৬, ০১৪০৬১৫২২৩১। বিজ্ঞপ্তি