দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) খাতে ২০১৫ সাল থেকে কাজ করে যাচ্ছে বিএম এলপি গ্যাস লিমিটেড। এখন পর্যন্ত প্রায় ৩৫০টি স্টেশনের সাথে চুক্তি সম্পন্ন হয়েছে এবং আরও প্রতিষ্ঠানের সাথে চুক্তি প্রক্রিয়াধীন রয়েছে।
এরই ধারাবাহিকতায় এবার এলপিজির বাজার বাড়াতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) অঙ্গ প্রতিষ্ঠানগুলোর অন্যতম পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের (পিওসিএল) সঙ্গে কাজ করবে বিএম এনার্জি বিডি লিমিটেড।
গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের (পিওসিএল) প্রধান কার্যালয়ে হয় এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান।
এখন থেকে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের নিবন্ধিত ফিলিং স্টেশনগুলোতে এলপিজি পাম্প স্থাপন ও অটোগ্যাস সরবরাহ করবে বিএম এনার্জি বিডি লিমিটেড।
চুক্তিতে স্বাক্ষর করেন পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুর রহমান এবং বিএম এলপি গ্যাস লিমিটেডের ডিরেক্টর মুজিবুর রহমান।
এ সময় পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের পক্ষে আরও উপস্থিত ছিলেন আবু সালেহ ইকবাল, জেনারেল ম্যানেজার (অপারেশন এন্ড প্লেনিং), আমিনুল হক, জেনারেল ম্যানেজার (প্রজেক্ট), সোহেল আবদুল্লাহ, জেনারেল ম্যানেজার (মার্কেটিং), শাহিদুল আলম, ডিজিএম (এইচআর এন্ড এডমিন), কাঞ্চন চন্দ্র, ডিজিএম (একাউন্ট) এবং বিপিসি’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন মো. আল আমিন (ডেপুটি ম্যানেজার)।
অন্যদিকে বিএম এনার্জি বিডি লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইয়াছিন (ম্যানেজার-অটোগ্যাস), নাছিরুল করিম ইফাজ (এসিসেন্ট ম্যানেজার-অটোগ্যাস) এবং মো. আউয়াল প্রমুখ।
এ সময় বলা হয় অটোগ্যাস বা এলপিজি ইতোমধ্যেই বিশ্বজুড়ে পরিবেশবান্ধব জ্বালানি হিসেবে অত্যন্ত জনপ্রিয় ও প্রশংসিত। এ চুক্তির মাধ্যমে বিএম এনার্জি বিডি লিমিটেড (বিএম অটোগ্যাস) সারা দেশের যানবাহনে ব্যবহারের জন্য পরিবেশবান্ধব জ্বালানি অটো এলপিজি দ্রুত প্রবেশের বিষয়টি নিশ্চিত করতে পারবে।
অনুষ্ঠানে দেশের সর্ববৃহৎ এলপিজি সরবরাহকারী প্রতিষ্ঠান বিএম এনার্জি বিডি লিমিটেডের ডিরেক্টর মুজিবুর রহমান বলেন, পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের সাথে চুক্তি সম্পাদন করতে পেরে আমরা আনন্দিত। এ সময় তিনি বিএম এলপি গ্যাসের বর্তমান এলপিজি আমদানি, সংরক্ষণ, সিলিন্ডার প্রস্তুতকরণ এবং সরবরাহ সক্ষমতা তুলে ধরেন।
তিনি আরও বলেন, উল্লেখযোগ্য মার্কেট শেয়ারের অধিকারী পদ্ম অয়েল কোম্পানি লিমিটেডের (পিওসিএল) সাথে এলপিজি ইন্ডাস্ট্রিতে সর্ববৃহৎ প্রতিষ্ঠান বিএম এলপি গ্যাসের চুক্তি স্বাক্ষর একটি মাইলফলক হিসেবে থাকবে। এই চুক্তির আওতায় বাংলাদেশে প্রথাগত ফুয়েলের বিপরীতে আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত সম্পন্ন এবং অধিক নিরাপদ অটোগ্যাস বাজারজাতকরণে দুই পক্ষই একসাথে কাজ করবে। পণ্যের বৈচিত্রতায় এবং বাজারজাতকরণে বিএম যেভাবে কাজ করে আসছে, অটোগ্যাস খাতেও বিএম তার শ্রেষ্ঠত্ব বজায় রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে পদ্ম অয়েল কোম্পানি লিমিটেড (পিওসিএল) বিভিন্ন ধরনের পেট্রোলিয়াম পণ্য, লব্রিক্যান্ট, বিটুমিন ও এলপিজি বাজারজাত করে। বর্তমানে দেশব্যাপী কোম্পানিটির ৬৯৭টি ফিলিং স্টেশন রয়েছে।











