বিএমএফ বৃত্তির পুরস্কার বিতরণ ১৯-২০ জুলাই

29

মানবাধিকার ফোরাম চট্টগ্রাম বিভাগীয় শাখা আয়োজিত চট্টগ্রাম জেলাব্যাপী বিএমএফ শিক্ষা মেধাবৃত্তি ২০১৮ তে বৃত্তিপ্রাপ্ত ৩৬২ জন ছাত্র-ছাত্রীদের মাঝে আগামী ১৯ ও ২০ জুলাই চট্টগ্রাম জেলা পরিষদ হলে সকাল ১০ ঘটিকায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা অধ্যক্ষ ননী গোপাল আচার্য্যরে সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দিন। উদ্বোধক থাকবেন চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী। বিশেষ অতিথি থাকবেন কাউন্সিলর হারুন-উর রশিদ, বিএমএফ কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আকতার উদ্দিন রানা, এম এ মালেক, দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক গোলাম ফারুক ডলার, আর. এফ বিল্ডার্স লি. এর এমডি হাজী দেলোয়ার হোসেন, মোহাম্মদ ইসমাইল ও এস এম শহীদ উল্লাহ রনি। বিকালে ২য় অধিবেশনে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক ফরিদ মাহমুদ। যথাসময়ে সকল বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের উপস্থিত হওয়ার জন্য সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মিঠুন অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি

মাইজভান্ডারী মরমী
গোষ্ঠীর সভা
শাহান শাহ হযরত সৈয়দ জিয়াউল হক (ক.) ট্রাস্টের তত্ত¡াবধানে মাইজভান্ডারী মরমী গোষ্ঠীর উদ্যোগে গত ১৮ জুলাই বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকায় মাদরাসা-ই-মিলনায়তনে মাইজভান্ডারী মরমী গোষ্ঠীর নিবারণ দাশ বালিকে আর্থিক সহায়তার চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্বে করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ সিরাজুল মোস্তফা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওস্তাদজী অধ্যক্ষ মিহির লালা। বিজ্ঞপ্তি