চট্টগ্রাম এসএসসি ১৯৯৮-এইচএসসি ২০০০ ব্যাচ এর উদ্যোগে বিএমএ কার্যালয়ে ডাক্তারদের সুরক্ষা সামগ্রী প্রদান করেছে। সামগ্রীগুলো গ্রহণ করেন চট্টগ্রাম বিএমএ সভাপতি অধ্যাপক ডাক্তার মুজিবুল হক খান, সাধারণ সম্পাদক ডাক্তার ফয়সল ইকবাল চৌধুরী এবং সদস্য ডা. দেবংকর সরকার প্রাচী। গ্রূপের পক্ষে উপস্থিত ছিলেন সুদর্শন মন্টি, ইরফাত জিকো, আফরোজা নিরু, কেএম. জাহেদ, আনোয়ার জীবন, আওলাদ বিন হাকিম, রিফাত সম্রাট, রাজীব দাশ প্রমুখ।
চট্টগ্রাম এসএসসি ১৯৯৮-এইচএসসি ২০০০ ব্যাচের সদস্যরা জানান, তাদের এই উদ্যোগ চলমান থাকবে। পর্যায়ক্রমে ডাক্তারদের পাশাপাশি নিম্নআয়ের মানুষদেরকেও সাবান/হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ইত্যাদি বিতরণ করা হবে। বিজ্ঞপ্তি