বিএফআইডিসি কর্মকর্তাদের কালুরঘাট কমপ্লেক্স পরিদর্শন

2

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নির্দেশে বাঁশ, বেত, রাবার কাঠ প্রভৃতি দিয়ে প্রোডাক্ট ডাইভারসিফিকেশন করে স্মল স্কেল বেইজড ফ্যাক্টরি স্থাপনে প্রাক-সম্ভাব্যতা যাচাইয়ের জন্য বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের মাঠ পর্যায়ে ৮ নভেম্বর সকাল ১১টায় বিএফআইডিসি কালুরঘাট কমপ্লেক্স ও চট্টগ্রাম ইকোভ্যালি সরেজমিন পরিদর্শন করা হয়।
পরিদর্শনকালে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন আহমেদ, চবি বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের প্রফেসর ড. মো. আকতার হোসেন, মাহফুজ এ রাসেল, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট বনজ সম্পদ উইং এর মুখ্য গবেষণা কর্মকর্তা ড. মো. মাহবুবুর রহমান, কাষ্ঠ সংরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান, মহাব্যবস্থাপক (রাবার) মোছাম্মৎ নাছিমা আখতার, মহাব্যবস্থাপক রাবার বিভাগ জোন দপ্তর চট্টগ্রাম এর এ.এ.এম শাহজাহান সরকার, চট্টগ্রামের শিল্প ইউনিটসমূহের প্রধান এবং বিএফআইডিসির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে বেলা ২টায় রাবার বিভাগ চট্টগ্রাম জোন এর সভাকক্ষে কর্পোরেশনের চেয়ারম্যানের (অতিরিক্ত সচিব) সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষজ্ঞরা বিভিন্ন অভিজ্ঞতা বিনিময় করেন। এর প্রেক্ষিতে অবিলম্বে বাঁশ দিয়ে সীমিত আকারে আসবাবপত্র তৈরির লক্ষ্যে বিএফআরআই, বিএফআইডিসি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে একটি চুক্তি করার সিদ্ধান্ত গৃহীত হয়। তাছাড়া দীর্ঘ মেয়াদে বাঁশ হতে আসবাবপত্র তৈরির লক্ষ্যে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়। একইসাথে পরিবেশবান্ধব গৃহস্থালি তৈজসপত্র তৈরির লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই করার জন্যও একটি কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি