বিএনপি যদি আওয়ামী লীগের দালালী করে পরিণতি ভয়াবহ হবে

3

চট্টগ্রাম মহানগর নেজামে ইসলাম পার্টির নগর কাউন্সিল গত ৩১ মে চট্টগ্রাম প্রেসক্লাবে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সাবেক আমির আল্লামা মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী বলেন, বিএনপি যদি আওয়ামী লীগের দালালী করে তাহলে তাদের পরিণতি ফ্যাসিস্ট হাসিনার চেয়েও বেশি ভয়াবহ হবে। জনগণ রাষ্ট্র সংস্কার ও ফ্যাসিবাদীদের বিচারের জন্য ঐক্যবদ্ধ হয়েছে। জুলাই বিপ্লবের চেতনায় আদর্শ রাষ্ট্র গঠনের জন্য এদেশের আপামর জনগণ ঐক্যবদ্ধ আছে এবং ভবিষ্যতে থাকবে। অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের অর্থনীতি ও চলমান পরিস্থিতিতে স্থিতিশীলতা আনতে কাজ করে যাচ্ছেন। চট্টগ্রাম মহানগরীর নেজামে ইসলাম পার্টির নায়েবে আমির মাওলানা হাফেজ জাকারিয়া খালেদের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারী মাওলানা হাফেজ আনোয়ার হোসাইন রব্বানী ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ নুর মোহাম্মদ কিবরিয়ার যৌথ সঞ্চালায় অনুষ্ঠিত নগর কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় আমির আল্লামা সরওয়ার কামাল আজিজি। এসময় উপস্থিত ছিলেন নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নায়েবে আমির মুফতি মুহাম্মদ আলী কাছেমী, চট্টগ্রাম বিভাগীয় সংগঠন সচিব মাওলানা এনামুল হক কুতুবী, কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক অধ্যাপক নজরুল ইসলাম চৌধুরী, সমাজ কল্যাণ বিষয়ক সচিব এম এরশাদ বিন জালাল, সহ-আন্তর্জাতিক বিষয়ক সচিব মাওলানা মাহমুদুল হক ছাদেকী, মাওলানা আলী ওসমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জোবায়ের হাসান আরিফ, শায়খুল হাদিস মাওলানা জিয়াউল হোসাইন, মহানগরীর নায়েবে আমির মাওলানা হাফেজ মুহাম্মদ আলম, মাওলানা শামসুদ্দীন আফতাব, মাওলানা ক্বারী ফজলুল করিম জিহাদী, মাওলানা হাফেজ তৈয়্যব, হাফেজ মুহাম্মদ আব্দুল মান্নান, আলহাজ ইউসুফ বাহার চৌধুরী, সাজ্জাদ উদ্দিন, ফরিদ উদ্দিন, মাওলানা রেজাউল করিম কুতুবী, মোহাম্মদ রব্বানী, হাফেজ মাহমুদুল হাসান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাংবাদিক আলী হাসান, মাওলানা ওয়াহিদুল হক, মাওলানা নুর মোহাম্মদ নেজামী, হাফেজ আব্দুল হামিদ, মাওলানা হেলাল উদ্দিন, মুহাম্মদ আবরার হাসান, সাইফুল ইসলাম, মুহাম্মদ নাঈম প্রমুখ। বিজ্ঞপ্তি