বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনা কমিটির আহব্বায়ক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন বিএনপি ভোট চাওয়ার কোন অধিকার রাখেনা। স্বাধীনতার ৫০ বছর পূর্তির মধ্যে আওয়ামী লীগ সরকার প্রায় ১৯ বছরের মত রাষ্ট্রক্ষমতায় থেকে যত উন্নয়ন করেছে তা দৃশ্যমান। বাকি সময়গুলোতে জাতীয় পার্টি-বিএনপি জামাতসহ অন্যান্যরা রাষ্ট্রে ক্ষমতা থেকেও দেশের উন্নয়নে কোন অবদান রাখেনি। সর্বশেষ বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় এসে হতদরিদ্র বাংলাদেশকে উন্নতশীল রাষ্ট্রে পরিণত করেছে। যার অবদান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার। তাই আগামীতেও চট্টগ্রামসহ সারা বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: রেজাউল করিম চৌধুরীকে মেয়র পদে মনোনয়ন দিয়েছে। তাই দলমত নির্বিশেষে চট্টগ্রামের উন্নয়নে আওয়ামী লীগের প্রার্থীকে জয়যুক্ত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সমূহের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বঙ্গবন্ধু পরিষদ স›দ্বীপ উপজেলা শাখার উদ্যোগে সম্প্রতি নগরীর হালিশহরস্থ রাবেয়া বসরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সংগঠনের সভাপতি শাখাওয়াত হোসেন নাছিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: আবু ইউসুফ রিপনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম-৩ স›দ্বীপ আসনের সাংসদ আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা, স›দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাস্টার শাহজাহান বি.এ, ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা এ.কে.এম বেলায়েত হোসেন, সীতাকুন্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের মহিলা নেত্রী ও জেলা পরিষদের সদস্য রোমানা নাসরিন, ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী অধ্যাপক মো: ইসমাইল, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো: হোসেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী হুরে আরা বেগম বিউটি, সন্দ্বীপ পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মোক্তাদের মাওলা সেলিম, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি মাহমুদুল হাসান তুষার, মহানগর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক গোলাম ছামদানি জনি প্রমুখ। অনুষ্ঠানে স›দ্বীপ চট্টগ্রামস্থ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি