বিএনপি নেতা শামসুল আলম গ্রেপ্তার

94

চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য ও মোহাম্মদ ইলিয়াছ ব্রাদার্স (এমইবি) গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শামসুল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার গোলপাহাড় এলাকার নিজ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ইপিজেড থানার ওসি মীর নুরুল হুদা বলেন, শিল্প প্রতিষ্ঠান মেঘনা গ্রুপের চেক প্রতারণার দু’টি মামলায় ঢাকার আদালতে সাজা হয়েছিল শামসুল আলমের।দুইটি মামলার সাজা পরোয়ানা ইপিজেড থানায় আসার পর গোলপাহাড় এলাকায় নিজ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, ইপিজেড থানা এলাকায় শামসুল আলমের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সেগুলোর ঠিকানায় ইপিজেড তার সাজা পরোয়ানা আসে। এদিকে বিকালে শামসুল আলমকে আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানিয়েছেন অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মো. কামরুজ্জামান।
এমইবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামসুল আলম ২০০৮ সালে বিএনপির রাজনীতিতে জড়ান। ওই বছর নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি চট্টগ্রাম-৯ আসনে চারদলীয় জোটের প্রার্থী হয়ে ধানের শীষ প্রতীকে প্রার্থী হয়েছিলেন।
শামসুল আলম নগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও কোতোয়ালী থানা বিএনপির সাবেক সভাপতির দায়িত্ব পালন করেন।