মহানগর বিএনপির সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও জাসাস নেতা আলী আজম গতকাল বিকেলে ইন্তেকাল কেেছন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার দুপুরে কর্নেল হাট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনায় তিনি আহত হন, শুক্রবার সাড়ে তিনটার দিকে তিনি ইম্পেরিয়াল হাসপাতালে মারা যান। রাত ৯টায় উত্তর কাট্টলী ওয়ার্ডের মুন্সি পাড়ায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আলী আজম আন্দোলন সংগ্রামে রাজপথে বেশ সক্রিয় ছিলেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিবৃতিতে তিনি বলেন, আলী আজম ছিলেন একজন সৎ, ন্যায়পরায়ণ আদর্শবান ত্যাগী ও দক্ষ সংগঠক। সমাজের বিভিন্ন কর্মকাÐ ও আন্দোলন সংগ্রামে তাঁর ভূমিকা উল্লেখযোগ্য, তার কর্মের মধ্যদিয়ে নেতা-কর্মীদের মাঝে তিনি দীর্ঘদিন বেঁচে থাকবেন। বিজ্ঞপ্তি