পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বায়েজিদ বোস্তামি থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নাজিম উদ্দীন হিরুর উদ্যোগে নগরীর আতুরার ডিপো এলাকায় রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলী।
১৬ মার্চ বিকেলে আতুরার ডিপো এলাকার তিন শতাধিক রোজাদার মানুষের হাতে ইফতার তুলে দেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তিনদিনব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়। তারই ধারাবাহিকতায় প্রথম দিন ইফতার বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।
এসময় ইদ্রিস আলী বলেন, পবিত্র রমজান মাসে সাধারণ মানুষ যাতে স্বস্তিতে রোজা রাখতে পারে, সেজন্য তাদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কারণ বিএনপির রাজনীতি জনগণের কল্যাণে নিবেদিত। বিএনপি কথামালার রাজনীতি করে না। দীর্ঘ দেড়যুগ সরকারে না থেকেও সারাদেশে বিএনপি নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে থাকছেন। বায়েজিদ বোস্তামি থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নাজিম উদ্দীন হিরুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বায়েজিদ বোস্তামী থানা বিএনপির সাবেক সহ সভাপতি মোরশেদুল আলম, সহ সাধারণ সম্পাদক মো. সোহেল, পাঁচলাইশ ওয়ার্ড বিএনপি নেতা মহিউদ্দিন জুয়েল, বেলাল উদ্দিন মুন্না, ইসমাইল মির্জা, বায়েজিদ থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আহেম্মদ আজম খান, সেচ্ছাসেবক দল নতা খোরশেদ আলম, জসিম উদ্দিন, মফিজুল ইসলাম, মো. সাহাবুদ্দিন, মো. সাগর, মো. রিয়াজ প্রমুখ। বিজ্ঞপ্তি