আনোয়ারা প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে মমতাজ কনভেনশন হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দলের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য আনোয়ারা-কর্ণফুলী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সারোয়ার জামাল নিজাম, প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী চালক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি জসিম উদ্দিন কবির, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মানিক তালুকদার, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিটুল হোসেন মিটুল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি সজল খান সজল। বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দল চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি বদিউল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আরিফের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ জালাল উদ্দিন, যুগ্ম আহবায়ক, চট্টগ্রাম দক্ষিণ জেলা, মাহমুদুল ইসলাম, যুগ্ম আহবায়ক, চট্টগ্রাম দক্ষিণ জেলা, মোহাম্মদ তারেক, সিনিয়র সহ-সভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা।
সভায় বক্তারা বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি একটি জাতীয় পুনর্গঠনের রূপরেখা। এই দফাগুলো বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশে সুশাসন, জবাবদিহিতা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পাবে।











