চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, জনগণের দীর্ঘদিনের সংগ্রাম প্রাথমিকভাবে সফল হয়েছে। জনগণকে আমরা স্বপ্ন দেখাতে সক্ষম হয়েছি বাংলাদেশের একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করার। জনগণের কাছে আমাদের এটাই ছিল প্রতিশ্রহতি। এই প্রতিশ্রহতি পালনে আমরা কাজ করে যাব। তবে বিদ্যমান রাষ্ট্রকাঠামোতে জনগণের স্বপ্ন পূরণ করা সম্ভব নয়। তাই তারেক রহমান ৩১ দফা দিয়েছে সবার সঙ্গে আলোচনা ভিত্তিতে। যাতে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক আমূল পরিবর্তন নিয়ে আসা যায়। বিএনপির ৩১ দফার মাধ্যমেই দেশের আমূল পরিবর্তন সম্ভব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বৈঠকে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হয়েছি, আশ্বস্ত হয়েছি। আমরা আশা রাখছি সামনের ফেব্রæয়ারি মাসে একটা নির্বাচন হবে।
তিনি বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে বহদ্দারহাট ফরিদের পাড়া এলাকায় চান্দগাঁও ওয়ার্ডের পূর্ব ফরিদের পাড়া ইউনিট বিএনপির উদ্যোগে ঈদুল আজহা পরবর্তী এক জাঁকজমকপূর্ণ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ঈদ পুনর্মিলনীতে আগত নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে আবু সুফিয়ান বলেন, ঈদ মানে খুশি, ঈদ মানে একতা। আজকের এই আয়োজন আমাদের রাজনৈতিক ভ্রাতৃত্ববোধকে আরও দৃঢ় করবে। বিএনপিকে সুসংগঠিত করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে প্রস্তুত থাকতে হবে। বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আমরা চাই একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ, যেখানে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত হবে।
বিএনপি নেতা মোজাম্মেল হকের সভাপতিত্বে ও মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা নাছির উদ্দীনের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর মাহবুবুল আলম, সাবেক কাউন্সিলর নাজিম উদ্দীন আহমেদ, সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু, চান্দগাঁও থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভূইয়া। বক্তব্য রাখেন বিএনপি নেতা আবু নাসের জুনু, মো. আলম, ইউসুফ আলী লিটন, আনোয়ার হোসন, নুরুল ইসলাম, মো. সিরাজ, সাইদুল ইসলাম, সাজিদ হাসান রনি, ইসহাক জয়, মো. মামুন প্রমুখ। বিজ্ঞপ্তি