পূর্বদেশ ডেস্ক
বিগত সরকারের ১৬ বছরের শাসনামলে দেশে ও প্রবাসে বিভিন্ন আন্দোলনে ‘সোচ্চার নেতা-কর্মীদের’ শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার দুপুরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জ্যাকসন হাইটসে অঙ্গরাজ্য বিএনপির এক সমাবেশে লন্ডন থেকে টেলিফোনে বক্তব্য দেন তিনি।
দেশে ও প্রবাসে নেতা-কর্মীদের স্মরণ করে তারেক বলেন, জাতিসংঘ সদর দপ্তরের সামনে-সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে আপনারা আন্দোলন-সংগ্রাম করেছেন। আজকের এ অনুষ্ঠানে যারা উপস্থিত নেই তাদেরকে সমবেত সবার মাধ্যমে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। বিগত কয়েকদিনেও আপনারা দেশের মানুষের যে প্রত্যাশা, যে আকাক্সক্ষা, সে কথাগুলো আপনারা তুলে ধরেছেন জাতিসংঘসহ বিভিন্ন জায়গায়, সেজন্য আমি আন্তরিকভাবে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। খবর বিডিনিউজের।
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের বিদায়-অভ্যর্থনা উপলক্ষ্যে আয়োজিত এ সমাবেশে তারেক আরও বলেন, যুক্তরাষ্ট্রে আমাদের বহু নেতা-কর্মী ছড়িয়ে ছিটিয়ে আছেন। বিগত বছরগুলোতে আপনারা নিজ নিজ অবস্থান থেকে চেষ্টা করেছেন দেশের অবস্থা তুলে ধরার জন্য, চেষ্টা করেছেন আমাদের দলকে সুসংহত করার জন্য।
এসময় উপস্থিত নেতা-কর্মীরা ‘তারেক রহমান বাংলাদেশের প্রাণ’ এবং ‘তারেক রহমান এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে’ ইত্যাদি স্লোগান দেন।
নিউইয়র্ক অঙ্গরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সাঈদের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান।
শুভেচ্ছা বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কণ্ঠশিল্পী বেবী নাজনীন, বিএনপি কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আব্দুল লতিফ সম্রাট, জিল্লুর রহমান জিল্লু এবং তারেক রহমানের পররাষ্ট্র সম্পর্কিত কমিটির সদস্য গোলাম ফারুক শাহীন।
সম্প্রতি জাতিসংঘের সাধারণ অধিবেশন উপলক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্র সফরকে ‘ফলপ্রসূ’ দাবি করে বাংলাদেশে ‘গণতন্ত্র উত্তরণে দ্রুত পদক্ষেপ’ নেওয়ার আহবান জানান বক্তারা।