বিএনএএস বিভাগীয় কমিটির মতবিনিময়

1

বাংলাদেশ ন্যাশনাল এষ্ট্রোলজার্স সোসাইটি (বিএনএএস) চট্টগ্রাম বিভাগীয় শাখার মতবিনিময় সভা নগরীর মোমিন রোডস্থ চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে গত ২ মে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিএনএএস চট্টগ্রাম বিভাগীয় শাখার ভারপ্রাপ্ত সভাপতি লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই। সভায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনার উপর বিশদ আলোচনা করা হয়। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন পন্ডিত সলিল আচার্য্য। পন্ডিত স্বপন কুমার চক্রবর্তীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন লায়ন পন্ডিত বিপুল সরকার বিপ্লব, পন্ডিত চিন্ময় সিংহ, পন্ডিত অরুপ আচার্য্য, পন্ডিত পলাশ কান্তি দাশ, পন্ডিত পিবলু আচার্য্য, পন্ডিত স্বয়ন আচার্য্য, পন্ডিত জয় আচার্য্য, পন্ডিত সাগর আচার্য্য, পন্ডিত প্রবীর আচার্য্য, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আতিকুর রহমান, পন্ডিত সুবীর আচার্য্য, পন্ডিত ড. তরুণ কুমার আচার্য কৃষ্ণ, পন্ডিত রাজু আচার্য্য প্রমুখ। বিজ্ঞপ্তি