বিআরটিএ’র অভিযান শুরু আজ

6

নিজস্ব প্রতিবেদক

বাস-মিনিবাসের ক্ষেত্রে ২০ বছর এবং ট্রাক-কাভার্ডভ্যানসহ মালবাহী যানবাহনের ক্ষেত্রে ২৫ বছর ইকোনমিক লাইফ শেষ হওয়া মোটরযানগুলো আর সড়কে চলতে পারবে না। এ সিদ্ধান্ত বাস্তবায়নে আজ মঙ্গলবার থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কঠোর অভিযান। এ অভিযান শুধু দিনে নয়, রাতেও চলবে বলে জানিয়েছে সংস্থাটি।
গতকাল সোমবার বিআরটিএ’র উপপরিচালক মো. হেমায়েত উদ্দিন স্বাক্ষরিত এ চিঠিতে এ তথ্য জানা গেছে।
বিআরটিএ সূত্রে জানা যায়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ৩৬ অনুযায়ী সরকারের এই সিদ্ধান্ত ১ জুলাই ২০২৫ থেকে কার্যকর হচ্ছে। মেয়াদোত্তীর্ণ যানবাহনগুলোর বিরুদ্ধে পরিচালিত হবে দিন ও রাতে যৌথ অভিযান। অভিযানে অংশ নেবে বিআরটিএ, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, মালিক সমিতি এবং শ্রমিক সংগঠন।
বিআরটিএর চিঠিতে বলা হয়েছে, সরকারি নির্দেশনা বাস্তবায়নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সড়ক ও মহাসড়কে চলাচলকারী মেয়াদোত্তীর্ণ বাস, মিনিবাস, ট্রাক ও কাভার্ডভ্যানগুলো শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, পরিবহন খাতে নিরাপত্তা নিশ্চিত করতে এবং দুর্ঘটনা ঝুঁকি কমাতে দীর্ঘদিন ধরেই মেয়াদোত্তীর্ণ যানবাহন চলাচলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করে আসছিল বিভিন্ন মহল। এবার সেটিই বাস্তবায়নের পথে এগিয়েছে সরকার।